ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি আইনজীবী আনতে চান সালমান-আনিসুল

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 62

বিদেশি আইনজীবী আনতে চান সালমান-আনিসুল

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (১০ ডিসেম্বর) এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

সালমান এফ রহমান ও আনিসুল হক নিজ পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, “আমার মক্কেল বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান। এজন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। অনুমতি পেলে আমরা বার কাউন্সিলের কাছে যাব।”

তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, “আসামিপক্ষকে প্রথমে বার কাউন্সিলের অনুমতি নিতে হবে, তারপর ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। আমাদের সময়েও আসামির জন্য বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বার কাউন্সিল অনুমতি দিত না, তাই আমরা তা করতে পারিনি।”

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, “আইনটি এমনভাবে করা হয়েছে যে খুবই সুনির্দিষ্ট এবং কঠোর।”

শেষে ট্রাইব্যুনাল ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। তবে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। ট্রাইব্যুনাল পরে এ বিষয়ে আদেশ দেবেন।

মামলায় গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদেশি আইনজীবী আনতে চান সালমান-আনিসুল

সর্বশেষ আপডেট ০৯:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনাল আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (১০ ডিসেম্বর) এই তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আসামিপক্ষের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

সালমান এফ রহমান ও আনিসুল হক নিজ পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন। তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, “আমার মক্কেল বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান। এজন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। অনুমতি পেলে আমরা বার কাউন্সিলের কাছে যাব।”

তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, “আসামিপক্ষকে প্রথমে বার কাউন্সিলের অনুমতি নিতে হবে, তারপর ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। আমাদের সময়েও আসামির জন্য বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বার কাউন্সিল অনুমতি দিত না, তাই আমরা তা করতে পারিনি।”

এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, “আইনটি এমনভাবে করা হয়েছে যে খুবই সুনির্দিষ্ট এবং কঠোর।”

শেষে ট্রাইব্যুনাল ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন। তবে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। ট্রাইব্যুনাল পরে এ বিষয়ে আদেশ দেবেন।

মামলায় গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল।