বিদায়ি বছরে আয়ের শীর্ষে ১০ সিনেমা
- সর্বশেষ আপডেট ১২:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 65
বিশ্বব্যাপী বক্স অফিস আয়ে শীর্ষে ছিল বার্বি সিনেমা। গত বছর সেই জায়গা দখল করে নেয় ইনসাইড আউট-২। তবে বিদায়ি বছরে সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ আয় করা সিনেমাটি আর হলিউডের নয়, ভিন্ন ভাষা ও ভিন্ন দেশের একটি ছবি উঠে এসেছে শীর্ষে।
বছরের শুরুতেই আলোচনায় আসে নে ঝা ২। একের পর এক আয়ের রেকর্ড গড়ে সিনেমাটি বছর শেষে এসেও শীর্ষস্থান ধরে রেখেছে। সিনেমাটির মোট আয় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্ব বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে জুটোপিয়া-২। ২০১৬ সালের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমার এই সিকুয়েল মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় এগিয়ে থাকে।
তৃতীয় স্থানে থাকা লিও অ্যান্ড স্টিচ সিনেমাটি আবেগঘন গল্পে দর্শকের মন জয় করেছে। সিনেমাটির মোট আয় ১০৩ দশমিক ৮ কোটি ডলার, যেখানে বাজেট ছিল ১০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছে আ মাইনক্র্যাফট মুভি। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি এই সিনেমাটি অ্যাডভেঞ্চার, বন্ধুত্ব ও সৃষ্টিশীলতার গল্প তুলে ধরেছে। এর মোট আয় ৯৫ দশমিক ৮ কোটি ডলার।
পঞ্চম স্থানে থাকা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ বিলিয়ন ডলারের ঘর স্পর্শ না করলেও আলোচনায় ছিল পুরো বছরজুড়ে। সিনেমাটি ৮৬ দশমিক ৯ কোটি ডলার আয় করে শীর্ষ পাঁচে জায়গা করে নেয়। ষষ্ঠ স্থানে রয়েছে ডেমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসল। সিনেমাটির আয় ৭১ দশমিক ৫ কোটি ডলার এবং আইএমডিবি রেটিং ৮ দশমিক ৫।
সপ্তম স্থানে থাকা হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন আবারও প্রমাণ করেছে ড্রাগন ও মানুষের বন্ধুত্বের গল্পের আবেদন এখনো অটুট। সিনেমাটির আয় ৬৩ দশমিক ৬ কোটি ডলার। অষ্টম স্থানে রয়েছে এফ ওয়ান দ্য মুভি। ফর্মুলা ওয়ান রেসিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় প্রতিযোগিতা, টিমওয়ার্ক ও ব্যক্তিগত সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি ৬৩ কোটি ডলার আয় করে শীর্ষ আটে জায়গা করে নেয়।
নবম স্থানে রয়েছে সুপারম্যান। এই সিনেমায় সুপারম্যানের নৈতিকতা, মানবিক দিক এবং আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে। আইএমডিবি রেটিং ৭ দশমিক ১। দশম স্থানে অবস্থান করছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। সিনেমাটির মোট আয় ৬১ দশমিক ৬ কোটি ডলার এবং আইএমডিবি রেটিং ৭ দশমিক ২।





































