বিজয় দিবসে ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি
- সর্বশেষ আপডেট ০৯:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 59
বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ‘বিজয় মশাল রোড শো’ অনুষ্ঠিত হবে এবং ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে— ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ‘বিজয় মশাল রোড শো’, আলোচনা সভা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান ও দেশাত্মবোধক গান পরিবেশন। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচিত বক্তব্য প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন অন্তর্ভুক্ত থাকবে।
মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। কালুরঘাট আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য অংশ। এবারের বিজয় মাস উদযাপনও সেই ঐতিহাসিক স্থান থেকেই শুরু হবে।”
তিনি আরও জানান, ১ ডিসেম্বর বিজয় মশাল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন বিপ্লব উদ্যানে পৌঁছাবে। মশাল বহন করবেন ১৯৭১ সালের একজন মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের একজন জুলাই যোদ্ধা।
১৬ দিনের কর্মসূচি অনুযায়ী, রোড শো ও সমাবেশ চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুরে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিভাগে মশাল বহন করবেন সংশ্লিষ্ট বিভাগের একজন মুক্তিযোদ্ধা এবং একজন জুলাই যোদ্ধা।
ফখরুল জানান, দেশের জনগণের সামনে একটি নিরাপদ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হবে। পুরো আয়োজনে বিএনপির থিম সং ‘সবার আগে বাংলাদেশ’ পরিবেশিত হবে। দেশের সব বিভাগ ঘুরে বিজয় মশাল শেষমেষ ১৬ ডিসেম্বর ঢাকায় এসে মহাসমাবেশের মাধ্যমে ‘বিজয় মাসের বিজয় মশাল রোড শো’ সমাপ্ত হবে।
































