শিরোনাম
বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 63
বিজয় দিবস উপলক্ষে এ বছরও সামরিক প্যারেড আয়োজন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন শেখ হাসিনার মামলার রায়ের পর কিংবা বিজয় দিবস ঘিরে কোনো ধরণের নাশকতা বা অস্থিরতার আশঙ্কা নেই। বরং আগের তুলনায় এবার আরও বেশি কর্মসূচি থাকবে। তবে গতবারের মতো এবারও প্যারেড আয়োজন করা হবে না।
ডিবি পরিচয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এক সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তদন্তের পর বিষয়টি স্পষ্ট করা যাবে।































