বিজয় কনসার্টে নাচতে গিয়ে ধরা, হাতে ছিল ধারালো অস্ত্র
- সর্বশেষ আপডেট ১১:৫২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 92
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় কনসার্ট চলাকালে দেশীয় ধারালো অস্ত্রসহ এক কলেজছাত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে, ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চলমান ‘বিজয় কনসার্ট’ অনুষ্ঠানস্থলে।
আটককৃত যুবকের নাম জনি রহমান (২২)। তিনি পৌর শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী। জনির বাবা মজিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কনসার্ট চলাকালে জনি মঞ্চের সামনে গিয়ে নাচানাচি করছিলেন। এ সময় এক শিক্ষার্থী তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জনি তার সঙ্গে থাকা একটি ধারালো চাকু বের করে আঘাত করার চেষ্টা করলে উপস্থিত দর্শনার্থীরা তাকে ধরে ফেলে।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা সেনাবাহিনী সদস্য ও দায়িত্বরত ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনিকে হেফাজতে নেন। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, “আটক হওয়া জনি কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে আমাদের কাছে মনে হয়েছে। যেহেতু বিষয়টি ম্যাজিস্ট্রেট পর্যবেক্ষণ করছেন, আমরা তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব।”


































