বিগ ব্যাশে আবারও সুযোগ পেলেন রিশাদ হোসেন
- সর্বশেষ আপডেট ০২:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / 269
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে আবারও সুযোগ পেলেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। আসন্ন আসরের জন্য তাকে দলে রেখেছে হোবার্ট হারিকেন্স।
এর আগেও রিশাদ একই দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু নানা জটিলতায় মাঠে নামা হয়নি তার। এবার সেই বাধা কাটিয়ে খেলার সম্ভাবনা জেগেছে তরুণ এই স্পিনারের সামনে।
বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে রিশাদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করে হোবার্ট হারিকেন্স কর্তৃপক্ষ।
এদিকে, চলতি বিগ ব্যাশ আসরের জন্য রিশাদ ছাড়াও আরও ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তালিকায় রয়েছেন—মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
বিগ ব্যাশ লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ দেশীয় ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
































