বিক্ষোভে হত্যার পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত : খামেনি
- সর্বশেষ আপডেট ০৯:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 45
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক প্রাণঘাতী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানি রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, কয়েক সপ্তাহের এই সহিংসতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স শনিবার (১৭ জানুয়ারী) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানে এক বক্তব্যে খামেনি বলেন, বিক্ষোভে হতাহতের দায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপরই বর্তায়। রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইরানি জনগণের ওপর হওয়া প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও অপপ্রচারের জন্য ট্রাম্পকে অপরাধী মনে করা হয়।
গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দুরবস্থাকে কেন্দ্র করে শুরু হওয়া প্রতিবাদ দ্রুতই ধর্মীয় শাসনের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে রূপ নেয়। খামেনি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই ইরানের সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে সহিংসতা উসকে দিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এ পর্যন্ত ৩ হাজার ৯০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৮৮৫ জন বিক্ষোভকারী। গ্রেফতার হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।
এদিকে ইরানে কয়েকদিনের ইন্টারনেট বিভ্রাটের পর শনিবার আংশিকভাবে সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কিছু এলাকায় ইন্টারনেট ও এসএমএস সেবা ফিরেছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসিকিউটর জেনারেল বলেছেন, নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এদের অনেককে ইসলামী আইনের পরিভাষায় ‘মোহারেব’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, গোয়েন্দা অভিযানের মাধ্যমে হাজারো ‘দাঙ্গাকারী ও সন্ত্রাসী’ গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিদেশে থাকা বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েকজন কথিত ‘মূল সংগঠক’ও রয়েছেন বলে দাবি করা হয়েছে।



































