একক নির্বাচনের পথে মান্না
- সর্বশেষ আপডেট ০৩:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 37
আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গ ত্যাগ করেছে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। দলটি আসন্ন নির্বাচনে ১১ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণাও দিয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মাধ্যমে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র পর বিএনপির যুগপৎ আন্দোলনের আরেক গুরুত্বপূর্ণ শরিক জোট থেকে সরে দাঁড়াল।
দলীয় সূত্রে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপি কোনো ছাড় না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় নাগরিক ঐক্য। এর আগে একই কারণে জেএসডিও এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিল।
বিভেদের মূল কেন্দ্র হয়ে ওঠে বগুড়া-২ আসন। ওই আসনে মাহমুদুর রহমান মান্না নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিলেন। তবে বিএনপি সেখানে ধানের শীষ প্রতীকে শাহ আলমকে মনোনয়ন দেয় এবং শেষ পর্যন্ত তা প্রত্যাহার না করায় পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয়।
এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সমাধান না পাওয়ার কথা জানান মান্না। এরপরই জরুরি সংবাদ সম্মেলন ডেকে ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সোমবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া আরও ১০টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে থাকলেও নির্বাচনি সমঝোতা ভেঙে যাওয়ায় বিরোধী জোটের ভেতরে নতুন করে দূরত্ব তৈরি হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
































