ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ছাত্রশিবিরের সেক্রটারির দাবি

বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ০৩:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 72

ছাত্রশিবিরের সেক্রটারির দাবি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ নয়। তিনি শনিবার (১৫ নভেম্বর) মেহেরপুরে জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনকৃত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই অর্থ দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে। তিনি বলেন, “অর্থ দিয়ে ভোট কেনা এখন সম্ভব নয়। বিএনপি যদি হাজার কোটি টাকা চাঁদাবাজি করে এবং ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিতরণ করে, মানুষ হয়তো টাকা নেবে কিন্তু ভোট দিবে না। কারণ ভোট দিলে তারা আবার চাঁদাবাজির মাধ্যমে সেই টাকা পুনরায় আদায় করবে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিএনপি কখনও নিজের টাকা বিতরণ করে না এবং দলের ভেতরে সৎ ও যোগ্য লোকের সংখ্যা সীমিত। দেশের নিরাপত্তা তাদের কাছে ঝুঁকিপূর্ণ। বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে ১৮৫ জন তাদের নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা তারা স্বীকার করতে পারবে না। ১৫৫ জনের একটি তালিকা তারা ফেসবুকে প্রকাশ করেছিল, যার বেশিরভাগই ছাত্রশিবিরের সদস্য ছিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রশিবিরের সেক্রটারির দাবি

বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়

সর্বশেষ আপডেট ০৩:৪৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বাংলাদেশ বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ নয়। তিনি শনিবার (১৫ নভেম্বর) মেহেরপুরে জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনকৃত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই অর্থ দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে। তিনি বলেন, “অর্থ দিয়ে ভোট কেনা এখন সম্ভব নয়। বিএনপি যদি হাজার কোটি টাকা চাঁদাবাজি করে এবং ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিতরণ করে, মানুষ হয়তো টাকা নেবে কিন্তু ভোট দিবে না। কারণ ভোট দিলে তারা আবার চাঁদাবাজির মাধ্যমে সেই টাকা পুনরায় আদায় করবে।”

তিনি আরও অভিযোগ করেন, “বিএনপি কখনও নিজের টাকা বিতরণ করে না এবং দলের ভেতরে সৎ ও যোগ্য লোকের সংখ্যা সীমিত। দেশের নিরাপত্তা তাদের কাছে ঝুঁকিপূর্ণ। বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে ১৮৫ জন তাদের নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা তারা স্বীকার করতে পারবে না। ১৫৫ জনের একটি তালিকা তারা ফেসবুকে প্রকাশ করেছিল, যার বেশিরভাগই ছাত্রশিবিরের সদস্য ছিল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে।”