ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির আয়-ব্যয়ে ঊর্ধ্বগতি, উদ্বৃত্ত ১১ কোটি টাকা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 351

বিএনপির আয়-ব্যয়ে ঊর্ধ্বগতি, উদ্বৃত্ত প্রায় ১১ কোটি টাকা

২০২৪ সালে বিএনপির আয় বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৫ লাখ টাকায়, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা। ফলে বছর শেষে প্রায় ১১ কোটি টাকার উদ্বৃত্ত দেখা যায়। আজ রোববার এই হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। সাংবাদিকদের এসব তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি বলেন, বিএনপির এই উদ্বৃত্ত অর্থ বর্তমানে ব্যাংক হিসাবে রয়েছে। আগের বছর ২০২৩ সালে দলের আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা, আর ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ। ফলে ওই বছর বিপরীতে ঘাটতি দেখা গিয়েছিল।

রিজভী জানান, ২০২৪ সালে দলের আয়ের উৎস ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই বিক্রি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংকের সুদসহ অন্যান্য উৎস। ব্যয় খাতে ছিল বিভিন্ন আর্থিক অনুদান প্রদান, ত্রাণ বিতরণ, ছাপা খরচ, হল ভাড়া, ইফতার আয়োজন এবং অন্যান্য দাপ্তরিক খরচ।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের বিবরণ জমা দিতে হয়। বিএনপি সেই নিয়ম মেনেই এই হিসাব দিয়েছে বলে জানায় প্রতিনিধিদল।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক পথেই চলে, তাই নির্বাচনী নিয়ম-কানুন মেনে হিসাব জমা দেওয়া তাদের দায়িত্বের অংশ। এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথাও জানান। বলেন, নির্বাচন কমিশন যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করে—এটাই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এখনো যারা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে, তারা নানা চক্রান্তে লিপ্ত। এসব প্রতিরোধে নির্বাচন কমিশনের যেমন ভূমিকা প্রয়োজন, তেমনি অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে যেন ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন, সেজন্য সকল পক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই প্রতিনিধি দলে আরও ছিলেন কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও নেতা আমিনুল হক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির আয়-ব্যয়ে ঊর্ধ্বগতি, উদ্বৃত্ত ১১ কোটি টাকা

সর্বশেষ আপডেট ০২:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

২০২৪ সালে বিএনপির আয় বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬৫ লাখ টাকায়, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকা। ফলে বছর শেষে প্রায় ১১ কোটি টাকার উদ্বৃত্ত দেখা যায়। আজ রোববার এই হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। সাংবাদিকদের এসব তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

তিনি বলেন, বিএনপির এই উদ্বৃত্ত অর্থ বর্তমানে ব্যাংক হিসাবে রয়েছে। আগের বছর ২০২৩ সালে দলের আয় ছিল মাত্র ১ কোটি ১০ লাখ টাকা, আর ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ। ফলে ওই বছর বিপরীতে ঘাটতি দেখা গিয়েছিল।

রিজভী জানান, ২০২৪ সালে দলের আয়ের উৎস ছিল জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই বিক্রি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদান, ব্যাংকের সুদসহ অন্যান্য উৎস। ব্যয় খাতে ছিল বিভিন্ন আর্থিক অনুদান প্রদান, ত্রাণ বিতরণ, ছাপা খরচ, হল ভাড়া, ইফতার আয়োজন এবং অন্যান্য দাপ্তরিক খরচ।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের বিবরণ জমা দিতে হয়। বিএনপি সেই নিয়ম মেনেই এই হিসাব দিয়েছে বলে জানায় প্রতিনিধিদল।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক পথেই চলে, তাই নির্বাচনী নিয়ম-কানুন মেনে হিসাব জমা দেওয়া তাদের দায়িত্বের অংশ। এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথাও জানান। বলেন, নির্বাচন কমিশন যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করে—এটাই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এখনো যারা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে, তারা নানা চক্রান্তে লিপ্ত। এসব প্রতিরোধে নির্বাচন কমিশনের যেমন ভূমিকা প্রয়োজন, তেমনি অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে যেন ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন, সেজন্য সকল পক্ষকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির এই প্রতিনিধি দলে আরও ছিলেন কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও নেতা আমিনুল হক।