শিরোনাম
মির্জা ফখরুল
বিএনপিতে থাকা কিছু খারাপ লোক বিভেদ সৃষ্টি করতে চায়
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও (রংপুর)
- সর্বশেষ আপডেট ১২:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 10
দলের মধ্যে থাকা কিছু খারাপ লোক বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সময় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়।’ েফখরুল বলেন, ‘আমরা চাকরির জন্য ঘুষ নিব না, নিতেও দিব না।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কাজ করবে, ফসল উৎপাদনে আগাম বার্তার ব্যবস্থা করবে, যাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কৃষক যাতে সঠিক ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থা করবে বিএনপি। আমরা আরও ভালো হতে চাই আরো ভালো কাজ করতে চাই ঠাকুরগাঁওয়ে।’





























