বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ
- সর্বশেষ আপডেট ০৬:২৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / 133
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
রবিবার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো ওই নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি দলের মিডিয়া সেল নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিতর্ক তৈরি করেন। তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্টের ঘটনাকে সাধারণ রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখা যাবে না; এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার পেছনে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোর ভূমিকা ছিল।
তার বক্তব্যে আরও বলা হয়, ছাত্রশিবির দীর্ঘদিন ধরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন, “৫ আগস্ট যারা ঘটনার পেছনে ছিল তারা হলো জামায়াত ও তাদের অঙ্গসংগঠন। সারজিস আলমসহ কয়েকজনকে আমি নেতা নয়, অভিনেতা বলব। তারা আসলে ষড়যন্ত্রের অংশীদার।”
এছাড়া তিনি উল্লেখ করেন, জামায়াত অতীতে যেমন দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল, এখনও তারা একই মানসিকতা ধরে রেখেছে এবং এর পেছনে আন্তর্জাতিক চক্রান্তও কাজ করছে।
তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির ভেতরে সমালোচনা শুরু হয়। পরে কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়।































