বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি কমেছিল: মাহদী আমিন
- সর্বশেষ আপডেট ০৮:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 7
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন দাবি করে বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশে দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। তিনি এই তথ্যকে মূলত বিএনপির সুশাসন এবং জিরো টলারেন্স নীতি দ্বারা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা নতুন করে পুরনো মিথ্যা এবং প্রতারণামূলক ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ বয়ান প্রচারের দায়িত্ব নিয়ে নিয়েছে। অথচ এটি আজ জাতীয়ভাবে প্রমাণিত যে, বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে।”
তিনি আরও জানান, ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার সময় আন্তর্জাতিক সূচকে দেশের দুর্নীতির স্কোর ছিল ০.৪, যা মূলত ১৯৬৩ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনের প্রতিফলন। এরপর বিএনপির জিরো টলারেন্স নীতি ও সুশাসনের কারণে স্কোর ধারাবাহিকভাবে উন্নতির দিকে যায় এবং ২০০৬ সালে সরকারের মেয়াদ শেষ হওয়ার সময় তা দুইয়ে উন্নীত হয়।
মাহদী আমিন বলেন, “যে রাজনৈতিক দলটি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিয়েছে, তাদের বিরুদ্ধে ‘দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে প্রচার করা একটি পরিকল্পিত অপপ্রচার।”
তিনি জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দলটি সরকারের অংশ ছিল। তখন তাদের দু’জন মন্ত্রী ও বেশ কয়েকজন সংসদ সদস্য দায়িত্বে ছিলেন। সরকারে থাকা অবস্থায় এ বিষয়ে তাদের কোনও মন্তব্য শোনা যায়নি, কিন্তু বর্তমানে নির্বাচনী মাঠে এসে তারা ফ্যাসিবাদী প্রোপাগান্ডার ধারাবাহিকতা বজায় রেখেছে।
এই সময় বিএনপির পক্ষ থেকে জামায়াতের বিরুদ্ধে ভোটারদের বিভিন্ন প্রলোভন দেওয়া এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়।






























