ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানের ৭৬টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৭:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 158

বান্দরবানের ৭৬টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

বান্দরবানের অবৈধ ও বৈধভাবে গড়ে উঠা ৭৬টি ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক।

গত রবিবার জেলা প্রশাসক শামিম আরা রিনি স্বাক্ষরিত এ ঘোষণা প্রকাশিত হয়। মঙ্গলবার দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধের তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ভাটাব্যবহারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই তারিখের স্মারক নং নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বায়ু দূষণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার জন্য বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ ও অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানের সাতটি উপজেলায় মোট ৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে। ইটভাটা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র, জেলা প্রশাসন ও বন বিভাগের অনুমতি প্রয়োজন। কিন্তু ভাটার মালিকরা মৌসুম আসলে পাহাড় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে ইটভাটা চালু করেন। এর ফলে আশেপাশের প্রাকৃতিক সবুজের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার ফলে প্রাকৃতিক সবুজের পুনরায় বনায়ন সম্ভব হবে।

জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, “বান্দরবানে সবগুলো ইটভাটা অবৈধ, তাদের কোন বৈধ অনুমোদন নেই। তাই বন্ধ করা হয়েছে। কেউ যদি পুনরায় চালু করে, তাদের আইনের আওতায় আনা হবে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানের ৭৬টি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:৩৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

বান্দরবানের অবৈধ ও বৈধভাবে গড়ে উঠা ৭৬টি ইটভাটার কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক।

গত রবিবার জেলা প্রশাসক শামিম আরা রিনি স্বাক্ষরিত এ ঘোষণা প্রকাশিত হয়। মঙ্গলবার দুপুরে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধের তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং কাঠ ও বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ভাটাব্যবহারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই তারিখের স্মারক নং নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বায়ু দূষণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার জন্য বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ ও অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানের সাতটি উপজেলায় মোট ৭৬টি অবৈধ ইটভাটা রয়েছে। ইটভাটা পরিচালনার জন্য পরিবেশ ছাড়পত্র, জেলা প্রশাসন ও বন বিভাগের অনুমতি প্রয়োজন। কিন্তু ভাটার মালিকরা মৌসুম আসলে পাহাড় ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে ইটভাটা চালু করেন। এর ফলে আশেপাশের প্রাকৃতিক সবুজের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। সরকার এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার ফলে প্রাকৃতিক সবুজের পুনরায় বনায়ন সম্ভব হবে।

জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, “বান্দরবানে সবগুলো ইটভাটা অবৈধ, তাদের কোন বৈধ অনুমোদন নেই। তাই বন্ধ করা হয়েছে। কেউ যদি পুনরায় চালু করে, তাদের আইনের আওতায় আনা হবে।”