অভিযোগের তীর আ.লীগ বিরুদ্ধে
বান্দরবানে জিয়া স্মৃতি সংসদ অফিস গভীর রাতে ভাঙচুর
- সর্বশেষ আপডেট ০৪:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- / 314
বান্দরবান শহরের আর্মি পাড়া এলাকার শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কার্যালয়ে গভীর রাতে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুইটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে হঠাৎ করে অফিসে হামলা চালায়। তারা প্রথমে দরজা ভাঙে, এরপর ভেতরে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে অফিসের ভিতরের আসবাবপত্র, চেয়ার, টেবিল, টিভি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করে পালিয়ে যায়।
ঘটনাস্থলের পাশেই দোকান চালানো মো. রিয়াদ জানান, রাত ৩টার দিকে তার দোকানে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এরপর শব্দ শুনে জেগে ওঠেন তিনি। তবে হামলাকারীদের তিনি চিহ্নিত করতে পারেননি।
সকালে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার, মুজিবর রশীদ ও সদস্য চনু মং। তারা বলেন, এর আগেও কালাঘাটায় বিএনপির অফিসে ভাঙচুর হয়েছে এবং মামলা দায়ের করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ফরহাদ সরদার বলেন, “বান্দরবান শান্তির জেলা। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দোষীদের শনাক্ত করব। যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, বিগত সরকার আমলে এই ভবনটি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু ৫ আগস্টের সরকার পতনের পর এলাকাটি শহীদ জিয়া স্মৃতি সংসদের নামে ব্যবহৃত হতে থাকে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।
































