ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ১০:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 156

বান্দরবানে কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেড় লাখ ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে সীমান্তের ৩৪ বিজিবি সদস্যরা।

শনিবার ভোরে ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শহিদ এফডিএমএন ক্যাম্প-৮ এর ব্লক-বি৭৪–এর হোসেন আহমদের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তের ওপারে মিয়ানমার থেকে কোটি টাকার মাদক আসবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ভোররাতে জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে ফাঁদ পেতে অবস্থান নেয়।

পরে মো. শহিদ নামের ওই রোহিঙ্গা যুবক কাঁধে ইয়াবার ব্যাগ নিয়ে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত দেড় লাখ ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা।

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বান্দরবানে কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

সর্বশেষ আপডেট ১০:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেড় লাখ ইয়াবাসহ মো. শহিদ (১৯) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে সীমান্তের ৩৪ বিজিবি সদস্যরা।

শনিবার ভোরে ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শহিদ এফডিএমএন ক্যাম্প-৮ এর ব্লক-বি৭৪–এর হোসেন আহমদের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তের ওপারে মিয়ানমার থেকে কোটি টাকার মাদক আসবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা ভোররাতে জামালের ঘের এলাকায় কৌশলগতভাবে ফাঁদ পেতে অবস্থান নেয়।

পরে মো. শহিদ নামের ওই রোহিঙ্গা যুবক কাঁধে ইয়াবার ব্যাগ নিয়ে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

বিজিবি জানায়, উদ্ধারকৃত দেড় লাখ ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা।

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।