বান্দরবানে এনসিপির সদস্য সচিবের পদত্যাগ
- সর্বশেষ আপডেট ১২:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 8
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরফানুল হক সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে তিনি এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে মোহাম্মদ এরফানুল হক বলেন, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে রাজনৈতিক দলে রূপান্তরের পর দায়িত্বশীলদের বিভিন্ন সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ ও প্রতারিত হয়েছে।
তিনি বলেন, বান্দরবান আসনে এনসিপি থেকে এমন একজনকে জোটের প্রার্থী করা হয়েছে যিনি স্থানীয় জনগণের সমস্যা ও সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন। এটি এই এলাকার জন্য অসম্মানজনক।
বিবৃতিতে বলা হয়, এনসিপির এমন সিদ্ধান্তের কারণে এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে বান্দরবান আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে থাকবেন।
































