ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 64

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডসহ পাঁচ দাবিতে ‘শানে তাওহীদ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলার মাঠ) এই সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা।

সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এতে সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হেফাজত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন—

মহান আল্লাহ, রাসুল (সা.) ও কুরআন-সুন্নাহ অবমাননার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করা।

ইসলামের নামে ভ্রান্ত বাউলদের ইসলামবিরোধী কার্যক্রম বন্ধ করা।

ওরশ, মাজার, মেলা ও পালাগানের আসরে মাদকদ্রব্য ব্যবহার ও অশ্লীলতা বন্ধ করা।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারের নিরপেক্ষ ও তৎপর ভূমিকা নিশ্চিত করা।

তওহিদি জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

এছাড়া বক্তারা বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

হেফাজতের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে সম্মেলনে হেফাজতের নায়েবে আমির (মধুপুরের পীর) মাওলানা আব্দুল হামীদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমী প্রমুখ বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে হেফাজতের সম্মেলন

সর্বশেষ আপডেট ০৫:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের মৃত্যুদণ্ডসহ পাঁচ দাবিতে ‘শানে তাওহীদ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে (বিজয় মেলার মাঠ) এই সম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলামের মানিকগঞ্জ জেলা শাখা।

সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এতে সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হেফাজত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন—

মহান আল্লাহ, রাসুল (সা.) ও কুরআন-সুন্নাহ অবমাননার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করা।

ইসলামের নামে ভ্রান্ত বাউলদের ইসলামবিরোধী কার্যক্রম বন্ধ করা।

ওরশ, মাজার, মেলা ও পালাগানের আসরে মাদকদ্রব্য ব্যবহার ও অশ্লীলতা বন্ধ করা।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারের নিরপেক্ষ ও তৎপর ভূমিকা নিশ্চিত করা।

তওহিদি জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

এছাড়া বক্তারা বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

হেফাজতের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূরের সভাপতিত্বে সম্মেলনে হেফাজতের নায়েবে আমির (মধুপুরের পীর) মাওলানা আব্দুল হামীদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমী প্রমুখ বক্তব্য রাখেন।