ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ইউএই ভিসা নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

ইউএই ভিসা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অস্থায়ীভাবে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার আবেদন বন্ধ করেছে। এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রেও এই দেশগুলোর নাগরিকরা আবেদন করতে পারবেন না।

নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। ইউএই সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে বিস্তারিত প্রকাশ করেনি, তবে সম্ভাব্য কারণ হিসেবে সন্ত্রাসবাদের ঝুঁকি ও কূটনৈতিক সম্পর্কের জটিলতা উল্লেখ করা হচ্ছে।

নিষেধাজ্ঞার প্রভাব মূলত নতুন ভিসা আবেদনকারী ওয়ার্ক পারমিট প্রার্থীদের ওপর পড়বে। তবে যারা ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে ইউএই-তে বসবাস করছেন, তাদের কাজ বা বসবাসের ক্ষেত্রে কোনো প্রভাব নেই।

ভবিষ্যতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে, এই দেশগুলোর নাগরিকরা পুনরায় পর্যটন ও ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে এবং ইউএই-তে বৈধভাবে কাজ ও বসবাস করতে সক্ষম হবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ইউএই ভিসা নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ১২:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অস্থায়ীভাবে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্ম ভিসার আবেদন বন্ধ করেছে। এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রেও এই দেশগুলোর নাগরিকরা আবেদন করতে পারবেন না।

নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা। ইউএই সরকার এই পদক্ষেপের কারণ হিসেবে বিস্তারিত প্রকাশ করেনি, তবে সম্ভাব্য কারণ হিসেবে সন্ত্রাসবাদের ঝুঁকি ও কূটনৈতিক সম্পর্কের জটিলতা উল্লেখ করা হচ্ছে।

নিষেধাজ্ঞার প্রভাব মূলত নতুন ভিসা আবেদনকারী ওয়ার্ক পারমিট প্রার্থীদের ওপর পড়বে। তবে যারা ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে ইউএই-তে বসবাস করছেন, তাদের কাজ বা বসবাসের ক্ষেত্রে কোনো প্রভাব নেই।

ভবিষ্যতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে, এই দেশগুলোর নাগরিকরা পুনরায় পর্যটন ও ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে এবং ইউএই-তে বৈধভাবে কাজ ও বসবাস করতে সক্ষম হবেন।