বাংলাদেশকে ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দেবে জাপান
- সর্বশেষ আপডেট ১১:৩৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 239
বাংলাদেশকে প্রায় ১৩ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান সরকার। এই সহায়তা প্রাথমিকভাবে ব্যয় করা হবে রেলপথ উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, জলবায়ু অভিযোজন এবং উচ্চশিক্ষায় শিক্ষাবৃত্তির জন্য।
শুক্রবার (৩০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশকে ১ দশমিক ০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান, যা আজকের বিনিময় হার অনুযায়ী প্রায় ১২ হাজার ৯৫৮ কোটি ৩৮ লাখ টাকার সমপরিমাণ।
এর মধ্যে ৬৪১ মিলিয়ন ডলার (প্রায় ৭ হাজার ৮৩৬ কোটি ১৫ লাখ টাকা) ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ও ডাবল লাইনে উন্নীত করার প্রকল্পে। এছাড়া ৪১৮ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার ১১০ কোটি টাকা) সহায়তা দেওয়া হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কার্যক্রমে।
শিক্ষা খাতে উন্নয়নের অংশ হিসেবে ৪ দশমিক ২ মিলিয়ন ডলার (প্রায় ৫১ কোটি ৩৪ লাখ টাকা) অনুদান হিসেবে ব্যবহৃত হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বৃত্তির জন্য।
এই সহায়তা নিয়ে আলোচনা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হয় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকে।
বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, উন্নয়ন সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেন। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ও জাতি গঠনের সংস্কারমূলক উদ্যোগে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ড. ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি জাপান সরকারের অব্যাহত উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাপানের ভূমিকা তুলে ধরেন।
এই বাজেট সহায়তা বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।































