ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পেছনে রাজনীতি: জন্টি রোডস

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 14

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস

বাংলাদেশকে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মন্তব্য করেছেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস। তিনি বলেন, খেলাধুলা থেকে রাজনীতিকে পুরোপুরি আলাদা রাখা সবসময় সম্ভব নয়।

জন্টি রোডস টুর্নামেন্টের প্রচার অনুষ্ঠানে বলেন, “খেলাধুলা থেকে রাজনীতি আলাদা রাখা সবসময় সম্ভব নয়। অ্যাপার্টহাইড যুগে দক্ষিণ আফ্রিকায়ও খেলাধুলার নিষেধাজ্ঞা রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছিল।”

তিনি আইসিসির ২০-টিম ফরম্যাটের প্রশংসা করে বলেন, “টি-২০ ক্রিকেটে একজন খেলোয়াড় মাত্র ১০ মিনিটে খেলার ফলাফল বদলাতে পারে। বিস্তৃত টুর্নামেন্ট ছোট দলগুলোকেও বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়।”

আইসিসি জানায়, তারা বিসিবির সঙ্গে তিন সপ্তাহ ধরে ভিডিও কল ও সরাসরি মিটিং করেছে, একাধিক নিরাপত্তা পর্যালোচনা করেছে এবং ভারতের ফেডারেল ও রাজ্য পর্যায়ের বিস্তৃত পরিকল্পনা শেয়ার করেছে। এই সব আশ্বাস থাকা সত্ত্বেও বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়, ফলে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পেছনে রাজনীতি: জন্টি রোডস

সর্বশেষ আপডেট ০৭:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশকে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মন্তব্য করেছেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জন্টি রোডস। তিনি বলেন, খেলাধুলা থেকে রাজনীতিকে পুরোপুরি আলাদা রাখা সবসময় সম্ভব নয়।

জন্টি রোডস টুর্নামেন্টের প্রচার অনুষ্ঠানে বলেন, “খেলাধুলা থেকে রাজনীতি আলাদা রাখা সবসময় সম্ভব নয়। অ্যাপার্টহাইড যুগে দক্ষিণ আফ্রিকায়ও খেলাধুলার নিষেধাজ্ঞা রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রেখেছিল।”

তিনি আইসিসির ২০-টিম ফরম্যাটের প্রশংসা করে বলেন, “টি-২০ ক্রিকেটে একজন খেলোয়াড় মাত্র ১০ মিনিটে খেলার ফলাফল বদলাতে পারে। বিস্তৃত টুর্নামেন্ট ছোট দলগুলোকেও বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়।”

আইসিসি জানায়, তারা বিসিবির সঙ্গে তিন সপ্তাহ ধরে ভিডিও কল ও সরাসরি মিটিং করেছে, একাধিক নিরাপত্তা পর্যালোচনা করেছে এবং ভারতের ফেডারেল ও রাজ্য পর্যায়ের বিস্তৃত পরিকল্পনা শেয়ার করেছে। এই সব আশ্বাস থাকা সত্ত্বেও বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায়, ফলে স্কটল্যান্ডকে প্রতিস্থাপন করা হয়।