ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত শেষ করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 12

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত শেষ করার নির্দেশ। (ফাইল ছবি)

কলকাতা হাইকোর্ট ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দ্রুত বসানোর নির্দেশ দিয়েছে। আদালত আগামী ৩১ মার্চের মধ্যে জমি বিএসএফের কাছে হস্তান্তরের নির্দেশও জারি করেছে।

হাইকোর্ট জানিয়েছে, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্তের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে, এবং রাজ্য সরকার সেই জমি বিএসএফের হাতে হস্তান্তর করতে বাধ্য। আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে, পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেখিয়ে জমি হস্তান্তর বিলম্ব করা যাবে না।

এই নির্দেশ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত থাকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। কেন্দ্রের অভিযোগ, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও রাজ্য সরকার জমি হস্তান্তরে সময়ক্ষেপণ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দ্রুত শেষ করার নির্দেশ

সর্বশেষ আপডেট ০২:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

কলকাতা হাইকোর্ট ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দ্রুত বসানোর নির্দেশ দিয়েছে। আদালত আগামী ৩১ মার্চের মধ্যে জমি বিএসএফের কাছে হস্তান্তরের নির্দেশও জারি করেছে।

হাইকোর্ট জানিয়েছে, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্তের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে, এবং রাজ্য সরকার সেই জমি বিএসএফের হাতে হস্তান্তর করতে বাধ্য। আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে, পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার অজুহাত দেখিয়ে জমি হস্তান্তর বিলম্ব করা যাবে না।

এই নির্দেশ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এক ডিভিশন বেঞ্চ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত থাকায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। কেন্দ্রের অভিযোগ, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও রাজ্য সরকার জমি হস্তান্তরে সময়ক্ষেপণ করছে।