বাঁচামরার ম্যাচে বাংলাদেশের জয়ের লক্ষ্য ১৭১ রান
- সর্বশেষ আপডেট ০৮:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 129
চট্টগ্রামে সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে এই ম্যাচ জিততে হবে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে। অর্থাৎ বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭১ রান।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করেন অধিনায়ক লিটন দাস। তবে প্রথম দুই ওভারে শেখ মেহেদী আর নাসুম আহমেদ ২৭ রান দেয়ার পর আয়ারল্যান্ডের ব্যাটাররা আক্রমণ চালায়।
তৃতীয় ওভারে এক বলের পর ফ্লাডলাইট বিভ্রাটের কারণে খেলা প্রায় ১২ মিনিট বন্ধ থাকে। পুরো মাঠ অন্ধকারে ঢেকে যাওয়ায় দুই দলের ক্রিকেটারদের ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।
বিরতির পর খেলা শুরু হলে আইরিশ ব্যাটাররা ফের ঝড় তুলতে শুরু করে। ৪.১ ওভারে দলীয় সংগ্রহ ৫০ রানে পৌঁছায়। পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব স্টার্লিংকে ১৪ বলে ২৯ রান করে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট করেন।
নবম ওভারে শেখ মেহেদী টিম টেক্টরকে ২৫ বলে ৩৮ রান করে স্টাম্পিং আউট করেন। একই ওভারে মেহেদী হ্যারি টেক্টরকে ১১ বলে ১১ রান করে বোল্ড করেন। শেষ ওভারে বেন কালিটজ (৯ বলে ৭) আউট হয়ে যায়। ১১ ওভারে আয়ারল্যান্ড ১০৩ রানে ৪ উইকেট হারায়।
পঞ্চম উইকেটে লরকান টাকার ও জর্জ ডকরেলের জুটি ৪৪ বলে ৫৬ রান যোগ করে। শেষ পর্যন্ত সাইফউদ্দিন ডকরেলকে ২১ বলে ১৮ রানে আউট করেন। অপরাজিত থাকেন লরকান টাকার, ৩১ বলে ৪১ রানে।
শেখ মেহেদী হাসান ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন।




































