ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাঁচল না মাইলস্টোনের মাকিন, মৃত্যু বেড়ে ৩৩

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 166

চলে গেল মাইলস্টোনের মাকিনও, নিহত বেড়ে ৩৩

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৩ বছর বয়সী মাকিন শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল, পাশাপাশি শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিল।

এর আগে একই দিন সকাল ৯টা ৩২ মিনিটে মারা যায় ১০ বছর বয়সী আইমান। দুই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে, যাদের অধিকাংশই শিশু।

গত সোমবার রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী দগ্ধ হয় এবং অনেকেই এখনো চিকিৎসাধীন।

দগ্ধ ও আহত অন্তত ৫০ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত মাকিন মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবরে সহপাঠীদের মধ্যে গভীর শোক এবং এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাঁচল না মাইলস্টোনের মাকিন, মৃত্যু বেড়ে ৩৩

সর্বশেষ আপডেট ০৫:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৩ বছর বয়সী মাকিন শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল, পাশাপাশি শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিল।

এর আগে একই দিন সকাল ৯টা ৩২ মিনিটে মারা যায় ১০ বছর বয়সী আইমান। দুই শিশুর মৃত্যুর মধ্য দিয়ে এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ জনে, যাদের অধিকাংশই শিশু।

গত সোমবার রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী দগ্ধ হয় এবং অনেকেই এখনো চিকিৎসাধীন।

দগ্ধ ও আহত অন্তত ৫০ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত মাকিন মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবরে সহপাঠীদের মধ্যে গভীর শোক এবং এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।