ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ১২ কলেজে কেউ পাস করতে পারেনি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০১:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 225

বরিশালে ১২ কলেজে কেউ পাস করতে পারেনি

এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের ১২টি কলেজের কেউ পাস করতে পারেনি। সকল শিক্ষার্থী ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৬২.৫৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১,৬৭৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ১,২৭৪ জন মেয়ে ও ৪৫৭ জন ছেলে। পাসের হার ও জিপিএ ৫-এর দিক দিয়ে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন।

গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই বছরের জিপিএ ৫ পেয়েছিলেন ৪,১৬৭ শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পরিসংখ্যান প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬১,৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৯,২৩৯ জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮,৯৯৪ এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২,৪৮৭। এবছর মোট ৩৪৯টি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ১৪৪টি কেন্দ্রের মাধ্যমে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১২টি কলেজে কেউ পাস করতে পারেনি। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, ফলাফল সাধারণভাবে সন্তোষজনক। গত বছরের তুলনায় পাসের হার কম হলেও যারা নিয়মিত পড়াশোনা করেছেন, তারাই কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে ১২ কলেজে কেউ পাস করতে পারেনি

সর্বশেষ আপডেট ০১:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসি পরীক্ষায় বরিশাল বিভাগের ১২টি কলেজের কেউ পাস করতে পারেনি। সকল শিক্ষার্থী ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৬২.৫৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১,৬৭৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ১,২৭৪ জন মেয়ে ও ৪৫৭ জন ছেলে। পাসের হার ও জিপিএ ৫-এর দিক দিয়ে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন।

গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই বছরের জিপিএ ৫ পেয়েছিলেন ৪,১৬৭ শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পরিসংখ্যান প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬১,৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৯,২৩৯ জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮,৯৯৪ এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২,৪৮৭। এবছর মোট ৩৪৯টি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ১৪৪টি কেন্দ্রের মাধ্যমে।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১২টি কলেজে কেউ পাস করতে পারেনি। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, ফলাফল সাধারণভাবে সন্তোষজনক। গত বছরের তুলনায় পাসের হার কম হলেও যারা নিয়মিত পড়াশোনা করেছেন, তারাই কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।