ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে গ্রেপ্তার মহিলা আ.লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৪:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 234

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে গ্রেপ্তার মহিলা আ.লীগ নেত্রী

বরিশালে নিজ বাসায় কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক হওয়া ওই নারীর নাম তানিয়া ইসলাম। তিনি নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী।

রোববার (২৩ জুন) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জানা গেছে, তানিয়া ইসলাম দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। বরিশালের প্রেক্ষাপটে, যেখানে দলটির নেতারাও প্রকাশ্যে কোনো কর্মসূচি পালনে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়ার এই প্রকাশ্য আয়োজন স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

অনেকে দাবি জানান, শুধু তানিয়া ইসলাম নয়—তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক।

তানিয়া ইসলামের বিরুদ্ধে আগে থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সর্বশেষ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। এর জেরে তানিয়া প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া প্রভাবশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি নগরীর বেলস পার্ক এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও তা বিক্রি করেছেন, যার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভও করেন। এসব কর্মকাণ্ডে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছিল বলেও অভিযোগ রয়েছে।

১০ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ কলোনির একাধিক বাসিন্দা অভিযোগ করেন, “যাদের একসময় তিনবেলা খাবার জুটতো না, তারা হঠাৎ করে এত টাকার মালিক হলো কীভাবে? গাড়ি-বাড়ির মালিক হওয়ার পেছনে কী উৎস কাজ করেছে? বিষয়টি প্রশাসনের তদন্ত করা দরকার।”

তানিয়ার ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এসব পোস্টও এখন আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছে।

পুলিশ জানিয়েছে, তানিয়া ইসলামের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্তও চলছে। পাশাপাশি, কেক কাটার আয়োজনে যারা উপস্থিত ছিলেন, ভিডিও দেখে তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে গ্রেপ্তার মহিলা আ.লীগ নেত্রী

সর্বশেষ আপডেট ০৪:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বরিশালে নিজ বাসায় কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক হওয়া ওই নারীর নাম তানিয়া ইসলাম। তিনি নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী।

রোববার (২৩ জুন) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জানা গেছে, তানিয়া ইসলাম দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। বরিশালের প্রেক্ষাপটে, যেখানে দলটির নেতারাও প্রকাশ্যে কোনো কর্মসূচি পালনে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়ার এই প্রকাশ্য আয়োজন স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

অনেকে দাবি জানান, শুধু তানিয়া ইসলাম নয়—তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক।

তানিয়া ইসলামের বিরুদ্ধে আগে থেকেই নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সর্বশেষ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। এর জেরে তানিয়া প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া প্রভাবশালী হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি নগরীর বেলস পার্ক এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও তা বিক্রি করেছেন, যার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভও করেন। এসব কর্মকাণ্ডে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছিল বলেও অভিযোগ রয়েছে।

১০ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ কলোনির একাধিক বাসিন্দা অভিযোগ করেন, “যাদের একসময় তিনবেলা খাবার জুটতো না, তারা হঠাৎ করে এত টাকার মালিক হলো কীভাবে? গাড়ি-বাড়ির মালিক হওয়ার পেছনে কী উৎস কাজ করেছে? বিষয়টি প্রশাসনের তদন্ত করা দরকার।”

তানিয়ার ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক পোস্ট দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। এসব পোস্টও এখন আলোচনা-সমালোচনার বিষয় হয়ে উঠেছে।

পুলিশ জানিয়েছে, তানিয়া ইসলামের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্তও চলছে। পাশাপাশি, কেক কাটার আয়োজনে যারা উপস্থিত ছিলেন, ভিডিও দেখে তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।