বরিশালে ট্রাক উল্টে দুই নারী নিহত, আহত ২১
- সর্বশেষ আপডেট ০৭:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 509
বরিশালের উজিরপুরে একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই নারী নিহত ও ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মুন্সীগঞ্জের লৌহজং থানার খবিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানি (৩৫) এবং শরীয়তপুরের পালং থানার চর জংশন গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৪০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বেদে সম্প্রদায়ের লোকজনকে নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। দ্রুতগতির ট্রাকটি দুর্ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের উজিরপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুই নারীকে মৃত ঘোষণা করেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

































