দুর্ভোগে হাজারো যাত্রী
বরিশাল-আগৈলঝাড়া-খুলনা রুটে বাস চলাচল বন্ধ
- সর্বশেষ আপডেট ১১:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 666
বরিশাল-আগৈলঝাড়া-খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল বাস মালিক সমিতির বিরুদ্ধে। ফলে প্রতিদিন এই রুটে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়ছেন।
বাস মালিক ও চালকদের অভিযোগ, চাঁদা আদায়ের বিকল্প কৌশল হিসেবে গত এক মাস ধরে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এই রুটটি দিয়ে বরিশাল, পটুয়াখালী ও ভোলার যাত্রীরা সহজে গোপালগঞ্জ হয়ে খুলনা ও যশোরে যাতায়াত করতেন।
রাজীব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন জানান, “এই রুট বন্ধ করে দেওয়ায় এখন যাত্রীদের টেকেরহাট ঘুরে যশোর যেতে হচ্ছে। এতে সময় ও ভাড়া—দুয়োটাই বেড়েছে।”
সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক বলেন, “২০০৯ সাল থেকে আমরা নির্বিঘ্নে এই রুটে বাস চালালেও গত এক মাস ধরে হঠাৎ করে পুরো পরিবহন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, “লোকাল যাত্রী পরিবহন করায় রুটটি বন্ধ করা হয়েছে।” তবে রুট বন্ধের এখতিয়ার সমিতির আছে কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে সমিতির অফিসে যোগাযোগ করতে বলেন।
এ বিষয়ে বিআরটিএ বরিশালের বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, “রুট বন্ধের ক্ষমতা মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, “এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



































