ববিতে দ্বিতীয় জাতীয় বিতর্ক উৎসব ২৮–২৯ নভেম্বর
- সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 91
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ স্লোগান নিয়ে আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৫। আগামী ২৮ ও ২৯ নভেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আয়োজকদের অনুযায়ী, এবার ট্যাব রাউন্ডে দেশসেরা মোট ৩২টি দল অংশ নেবে। প্রতিটি দল চারটি করে এশিয়ান পার্লামেন্টারি (এপি) ফরম্যাটে বিতর্ক করবে। ট্যাব রাউন্ড শেষে আটটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
ইভেন্টের আহ্বায়ক উপমা দত্ত বলেন, “দক্ষিণাঞ্চলের বিতার্কিকদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে দ্বিতীয় বিইউডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল। রাজধানীর বাইরে তুলনামূলক কম সুযোগ থাকা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং জ্ঞান-বিনিময়, শেখা এবং সারাদেশের বিতার্কিকদের এক হয়ে ওঠার মঞ্চ।”
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা প্রায়ই জাতীয় প্রতিযোগিতা থেকে দূরে থাকে। তাই তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আমরা চাই, সব দল নিজেদের যুক্তি, বিশ্লেষণ ও প্রকাশভঙ্গিকে আরও শানিত করার সুযোগ পাক,” যোগ করেন তিনি।
বিইউডিএস সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, “বিতর্কের মূল শক্তি মানুষের চিন্তার পরিবর্তন ঘটানো। যুক্তি দিয়ে নিজের ভাবনা অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমই বিতর্ক। এই উৎসবের লক্ষ্য—দেশসেরা বিতার্কিকদের একত্রিত করে একটি বৈচিত্র্যময় মঞ্চ তৈরি করা, যেখানে সবাই নিজের সংস্কৃতি ও সত্য তুলে ধরতে পারে।”
উল্লেখ্য, বিইউডিএস প্রথম ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে।
































