সারাদেশে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি ঘোষণা
‘বদলির নামে জুলুমবাজি বন্ধ কর’
- সর্বশেষ আপডেট ১২:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 141
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও কাঙ্ক্ষিত সংস্কারের দাবিতে কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতির অংশ হিসেবে এই কলম বিরতি পালন করবেন তারা।
সোমবারও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেন দেশের শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীসহ দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে কর্মসূচিতে অংশ নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ কর্মসূচির আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগারগাঁওয়ের এনবিআর ভবনে সোমবার সকালের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে নানা প্রতিবাদী প্ল্যাকার্ড—যার মধ্যে ছিল “গোলামি আইন বাতিল কর”, “বদলির নামে প্রহসন মানি না, মানবো না”, “বদলির নামে জুলুমবাজি বন্ধ কর” ইত্যাদি স্লোগান।
গত শনিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব খাতে কোনও কার্যকর সংস্কার হয়নি, বরং সময় অপচয় হয়েছে। সংবাদ সম্মেলনে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণাও করা হয়।
প্রসঙ্গত, গত ১২ মে সরকারের জারি করা এক অধ্যাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ— রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ— গঠনের ঘোষণা আসে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন এনবিআরের কর্মকর্তারা।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআর পাঁচ উপ-কর কমিশনারকে ‘তাৎক্ষণিক’ বদলি করা হয়েছে। এদের সবাইকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। গতকাল রোববার এনবিআর থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়।
বদলি করা পাঁচ কর্মকর্তার মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআরের প্রধান কার্যালয়ের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের। এনবিআর সংস্কার নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, উপ-কর কমিশনার শাহ্ মোহাম্মদ ফজলে এলাহীকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ময়মনসিংহ কর অঞ্চলে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে (সিআইসি) উপপরিচালক পদের সংযুক্তি বাতিল করা হয়েছে।
উপকর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে খুলনা কর অঞ্চলে এবং মো. আব্দুল্লাহ ইউসুফকে এনবিআরের প্রধান কার্যালয় থেকে বগুড়া কর অঞ্চলে বদলি করা হয়েছে।
এছাড়া আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে কুমিল্লা কর অঞ্চলে এবং কুমিল্লা কর অঞ্চলের উপ কর কমিশনার নুশরাত জাহান শমীকে রংপুর কর অঞ্চলে বদলি করা হয়।
আদেশে বলা হয়েছে, বদলি করা এসব কর্মকর্তাদের আজ সোমবারের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং আগামীকাল মঙ্গলবারের মধ্যে বদলি করা অফিসে যোগদান করতে হবে। অন্যথায়, সোমবার অপরাহ্ন (দুপুর) থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের দায়িত্ব হস্তান্তরিত হয়েছে মর্মে গণ্য হবে।































