ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ফুটপাতে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
  • সর্বশেষ আপডেট ১১:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 68

বগুড়ায় ফুটপাতে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি। ছবি: সংগৃহীত

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার একটি ফুটপাত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।

 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে ২.২ বোরের ৮০ রাউন্ড গুলি এবং শটগানের আরও ৩ রাউন্ড গুলি।

 

গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাত কারণে গুলিগুলো ফেলে রেখে গেছে। এছাড়া লং ব্যারেলের এসব অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ।

 

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “গুলিগুলো কেন বা কি উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।”

 

এই ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বগুড়ায় ফুটপাতে মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি

সর্বশেষ আপডেট ১১:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকার একটি ফুটপাত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।

 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি লাল রঙের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে দেখা যায়, এর ভেতরে রয়েছে ২.২ বোরের ৮০ রাউন্ড গুলি এবং শটগানের আরও ৩ রাউন্ড গুলি।

 

গোয়েন্দা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অজ্ঞাত কারণে গুলিগুলো ফেলে রেখে গেছে। এছাড়া লং ব্যারেলের এসব অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ।

 

বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “গুলিগুলো কেন বা কি উদ্দেশ্যে এখানে ফেলে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।”

 

এই ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চলছে।