ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লাইটে গুরুতর আহত কেবিন ক্রু, পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক

শরিয়ত খান, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৫:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 95

কেবিন ক্রু শাবামা আজমী মিথিলা। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন কেবিন ক্রু শাবামা আজমী মিথিলা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি-০১২৮ ফ্লাইটে। বিমানটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট মিথিলা কেবিনে তাঁর নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে প্রায় ছয় সেকেন্ড স্থায়ী একটি তীব্র টার্বুলেন্সে পড়লে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। এতে তাঁর বাম হাতের কনুইয়ের ওপরে (বাহু) হাড় ভেঙে যায়।

ফ্লাইট শেষে তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় হাত ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর এবং স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পরপরই কেবিন ক্রু মিথিলাকে বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে আসেননি এবং জরুরি অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি।

বাধ্য হয়ে একজন নারী সহকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ছুটির দিন হওয়ায় হাসপাতালে জরুরি অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসা না পেয়ে কেবল প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার দেওয়ার পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, আবুধাবি থেকে ঢাকায় ফেরার পথে ফ্লাইটে টার্বুলেন্সে পড়ে আহত হয়েছেন মিথিলা। বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফ্লাইটে গুরুতর আহত কেবিন ক্রু, পাওয়া যায়নি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক

সর্বশেষ আপডেট ০৫:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আন্তর্জাতিক ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন কেবিন ক্রু শাবামা আজমী মিথিলা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি-০১২৮ ফ্লাইটে। বিমানটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট অ্যাটেনডেন্ট মিথিলা কেবিনে তাঁর নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে প্রায় ছয় সেকেন্ড স্থায়ী একটি তীব্র টার্বুলেন্সে পড়লে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। এতে তাঁর বাম হাতের কনুইয়ের ওপরে (বাহু) হাড় ভেঙে যায়।

ফ্লাইট শেষে তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় হাত ভাঙার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর এবং স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার পরপরই কেবিন ক্রু মিথিলাকে বিমানবন্দরে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে আসেননি এবং জরুরি অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি।

বাধ্য হয়ে একজন নারী সহকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ছুটির দিন হওয়ায় হাসপাতালে জরুরি অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসা না পেয়ে কেবল প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার দেওয়ার পর তাঁকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বুশরা ইসলাম বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, আবুধাবি থেকে ঢাকায় ফেরার পথে ফ্লাইটে টার্বুলেন্সে পড়ে আহত হয়েছেন মিথিলা। বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।