ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ডিজিটাল কার্ড, যেসব সুবিধা থাকছে
- সর্বশেষ আপডেট ০৩:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 39
বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদান শুরু করছে।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
নিবন্ধিত ফ্রিল্যান্সাররা কার্ড ব্যবহার করে ব্যাংকিং, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ নানা সুযোগ পেতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। উদ্যোগটি ফ্রিল্যান্সারদের প্রতিষ্ঠান, ব্যাংক ও সরকারি খাতের সঙ্গে সংযোগ মজবুত করবে, দেশের ডিজিটাল অর্থনীতিকে উর্ধ্বমুখী করবে এবং তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়াবে।






































