ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও আছে: জোনায়েদ সাকি
- সর্বশেষ আপডেট ১২:০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 55
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো আছে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা আনতে যাচ্ছি, সেখানে জনগণই থাকবে সকল ক্ষমতার মূল। জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
শুক্রবার (২১ নভেম্বর) পটুয়াখালীর বাউফলে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস. এম. আমজাদ হোসেনের জানাজা ও দাফন কাজে অংশ নিয়ে বাউফলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, দলগতভাবে আমরা প্রার্থীর তালিকা সম্পন্ন করেছি। কিন্তু যেহেতু ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সময় আমরা ৬টি দল একটি গণতন্ত্র মঞ্চের মাধ্যমে কাজ করেছি, তাই গণতন্ত্র মঞ্চই আমাদের জোট। এই জোটের মধ্য দিয়েই আমরা আমাদের আসনগুলো সমঝোতা করবো।
জোনায়েদ সাকি বলেন, গণভোট থেকে আমরা দুটি বিষয় অর্জন করবো। প্রথম বিষয়- এতদিন ধরে আমাদের জুলাই শহীদদের রক্তের ঋণ ও তাদের আকাঙ্ক্ষার যে সংস্কারগুলোর কথা আমরা চিন্তা করছি বা ঐক্যমত হয়েছি- সেগুলোই তো জুলাই সনদ। জুলাই সনদের বিষয়গুলো জনগণ ঠিক করবে। জনগণের মতামত ছাড়া এগুলো কোনো জায়গায় দাঁড়াবে না। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়েছে, আর এই জুলাই সনদ জনগণের থেকে অনুমোদনের জন্যই গণভোট।































