ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
কলকাতায় জরুরি অবতরণ

ফের যান্ত্রিক ত্রুটিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 104

ফের যান্ত্রিক ত্রুটিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

আবারও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। সোমবার (১৬ জুন) মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮০। কলকাতা সীমান্তের কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটিকে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। তবে অবতরণের পর বেশ কিছু সময় যাত্রীদের বিমানের মধ্যেই অপেক্ষা করতে হয়। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ যাত্রীদের বিমান থেকে নামতে বলা হয় এবং তারা লাউঞ্জে চলে যান।

কর্তৃপক্ষ জানায়, সকল যাত্রী নিরাপদে আছেন এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা দেখা গেছে। কিছুদিন আগেই কলকাতা থেকে গাজিয়াবাদগামী আরেকটি উড়োজাহাজ রানওয়ের দিকে গিয়েও বিভ্রাটের কারণে ফিরে আসে। যাত্রীদের সেই ফ্লাইট থেকেও নামিয়ে অন্য ফ্লাইটে স্থানান্তর করা হয়।

এর আগের সবচেয়ে বড় দুর্ঘটনায় মাত্র ৩২ সেকেন্ড উড়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বি ৭৮৭ উড়োজাহাজ, যাতে পাইলট-ক্রুসহ ২৪১ জন যাত্রী প্রাণ হারান। এখনও চলছে সেই দুর্ঘটনার তদন্ত, উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স।

ক্রমাগত এমন যান্ত্রিক ত্রুটিতে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কলকাতায় জরুরি অবতরণ

ফের যান্ত্রিক ত্রুটিতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

সর্বশেষ আপডেট ১২:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

আবারও যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে বিপাকে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ। সোমবার (১৬ জুন) মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮০। কলকাতা সীমান্তের কাছাকাছি পৌঁছালে উড়োজাহাজটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেটিকে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। তবে অবতরণের পর বেশ কিছু সময় যাত্রীদের বিমানের মধ্যেই অপেক্ষা করতে হয়। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ যাত্রীদের বিমান থেকে নামতে বলা হয় এবং তারা লাউঞ্জে চলে যান।

কর্তৃপক্ষ জানায়, সকল যাত্রী নিরাপদে আছেন এবং কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা দেখা গেছে। কিছুদিন আগেই কলকাতা থেকে গাজিয়াবাদগামী আরেকটি উড়োজাহাজ রানওয়ের দিকে গিয়েও বিভ্রাটের কারণে ফিরে আসে। যাত্রীদের সেই ফ্লাইট থেকেও নামিয়ে অন্য ফ্লাইটে স্থানান্তর করা হয়।

এর আগের সবচেয়ে বড় দুর্ঘটনায় মাত্র ৩২ সেকেন্ড উড়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বি ৭৮৭ উড়োজাহাজ, যাতে পাইলট-ক্রুসহ ২৪১ জন যাত্রী প্রাণ হারান। এখনও চলছে সেই দুর্ঘটনার তদন্ত, উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স।

ক্রমাগত এমন যান্ত্রিক ত্রুটিতে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা।