ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল
- সর্বশেষ আপডেট ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 35
নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি ফের পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হবে। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এর আগে, দিনের বেলায় নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। ওই দলে সভাপতির পাশাপাশি ছিলেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
বৈঠক শেষে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ছাত্রদল সভাপতি জানান, তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের অবস্থান তুলে ধরেছেন। কমিশনের পক্ষ থেকে বিষয়গুলো শুনে তা যুক্তিসংগতভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। সে কারণে দিনের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় পরদিন আবার ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।
এর আগে, রোববার বেলা ১১টা থেকেই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
































