ফের থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত, ৫ হতাহত
- সর্বশেষ আপডেট ১০:২৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 59
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত শুরু হয়েছে। থাই সামরিক বাহিনী কম্বোডিয়ার সেনাদের বিরুদ্ধে তাদের সৈন্যদের ওপর গুলি চালানো এবং অন্তত একজনকে হত্যার অভিযোগ এনেছে। এসময় কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। এতে একজন থাই সেনা নিহত এবং চার সেনা আহত হন। খবর আল জাজিরা’র।
সোমবার (৮ ডিসেম্বর) কম্বোডিয়ার ভেতর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় থাই সামরিক বাহিনী। এর ফলে মূলত ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি।
এক বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইন্থাই সুভারি জানিয়েছেন, উবোন রাতচাথানি প্রদেশের নাম ইয়েন জেলার চং বক এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের পর থাই সেনাবাহিনী বিমান মোতায়েন করেছে। দেশটির সেনাবাহিনী সীমান্ত এলাকার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতেও দ্রুত কাজ করছে।
থাই সেনাবাহিনীর দাবি, সোমবার ভোর ৩টার দিকে কম্বোডিয়ার বাহিনী সীমান্তে গোলাবর্ষণ শুরু করে। অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪ মিনিটে থাই বাহিনী তাদের ওপর হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, ‘অনেক দিন ধরে থাই বাহিনী নানা ধরনের উসকানিমূলক আচরণ করছিল।’
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তের বিভিন্ন অংশে এক শতাব্দীরও বেশি সময় ধরে সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলছে। এই সীমান্ত প্রথম মানচিত্রে চিহ্নিত করা হয় ১৯০৭ সালে, যখন ফ্রান্স কম্বোডিয়াকে উপনিবেশ হিসেবে শাসন করত।
দীর্ঘদিনের এই উত্তেজনা মাঝে মাঝেই সহিংসতায় রূপ নেয়। সর্বশেষ বড় সংঘর্ষ হয়েছিল ২০১১ সালে। ওই বছর টানা এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আর্টিলারি গোলাবর্ষণ চলেছিল। যদিও উভয় দেশ বারবার কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে, তবুও বিরোধ পুরোপুরি নিরসন হয়নি।





































