ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা ব্যর্থ
- সর্বশেষ আপডেট ১২:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 54
ফেনীতে রাতে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ের টহলদলের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফেনীর মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভোররাতে নিয়মিত টহলদল আলোকদিয়া এলাকার কাছে রেললাইনের ওপর গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখে। পরে তারা দ্রুত তা সরিয়ে নেয়, ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন জানান, টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ায় দুর্ঘটনা এড়ানো গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা লাইনের পাশের একটি গাছ কেটে রেলপথের ওপর ফেলে দেয়। বিষয়টি নজরে আসার পরই গাছ সরিয়ে ফেলা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগেও গত শনিবার (৮ নভেম্বর) ভোরে ফেনী শহরতলীর দক্ষিণ সহদেবপুর এলাকায় রেলপথের যন্ত্রাংশ খুলে নাশকতার চেষ্টা চালিয়েছিল দুর্বৃত্তরা।
































