ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রণক্ষেত্র আশুগঞ্জ, আহত অর্ধশতাধিক
- সর্বশেষ আপডেট ০৫:৫৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 168
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। টানা চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে। সকাল ৭টা থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে সহিংসতা। এতে দুর্গাপুরের বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজন মুখোমুখি হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর বাজারে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যা পরদিন সকালে পুনরায় সংঘর্ষে রূপ নেয়। লাঠি, রড ও দেশীয় অস্ত্র হাতে উভয় পক্ষ কয়েক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী উত্তেজনা ঠেকাতে এলাকায় পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।”































