ফাহমিদা নবীর কণ্ঠে আসছে নতুন তিন গান
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 107
আধুনিক বাংলা গানের জগতে ফাহমিদা নবী বরাবরই এক ভিন্নধর্মী নাম। কণ্ঠশিল্পী হওয়ার পাশাপাশি তিনি সুরকার ও সংগীতচর্চার একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। এবার একসঙ্গে তিনটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এর মধ্যে দুটি গানের রেকর্ডিং ও ভিডিওচিত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, আরেকটির ভিডিও শিগগিরই ধারণ করা হবে।
প্রথম গানটির নাম “আমি ভালো আছি”। এই গানটি ফাহমিদা নবী নিজেই সুর করেছেন, কথায় আছেন ইলা মজিদ। শিল্পীর ভাষায়, গানে ফুটে উঠেছে এক নারীর অন্তর্গত যন্ত্রণা, যেখানে সুখের ভান করেও ভেতরের কষ্ট লুকানো থাকে। তাঁর কাছে গানটি ব্যক্তিগত আবেগের প্রতিফলন।
দ্বিতীয় গান “আকাশ উপুড়”, সুর করেছেন সচ্ছল কাজী ও কথায় হাসান মাসুক। গানটিতে জীবনের অনিশ্চয়তা, একাকিত্ব ও মানসিক অস্থিরতা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে, যা একে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।
তৃতীয় গানটি বর্ষাকে কেন্দ্র করে রচিত। গানের কথায় রয়েছেন সোহেল আলম, সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন। বর্ষার আবহ, একাকিত্ব ও স্মৃতির মিশেল নিয়ে তৈরি এই গানটির ভিডিও ধারণ শিগগির শুরু হবে।
ফাহমিদা নবী জানান, নতুন গান প্রকাশ সবসময়ই তাঁকে আনন্দ ও উদ্দীপনা দেয়। তাঁর ভাষায়, “গান আমাকে বাঁচিয়ে রাখে। আশা করি, শ্রোতারা শুধু শুনবেন না, বরং অনুভব করবেন।”
সংগীতে তাঁর যাত্রা শুধু গায়কী বা সুরে সীমাবদ্ধ নয়; তিনি নিয়মিত মঞ্চে পরিবেশন করেন এবং সংগীত কর্মশালা পরিচালনার মাধ্যমে নতুন শিল্পীদের অনুপ্রাণিত করেন। তাঁর কণ্ঠের আবেগময়তা ও কাব্যিক ভঙ্গি বাংলা আধুনিক সংগীতকে দিয়েছে ভিন্ন মাত্রা।
শ্রোতাদের প্রত্যাশা, আসন্ন এই তিনটি গান তাঁর সংগীতজীবনে নতুন ধারা সৃষ্টি করবে এবং বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।

































