প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া আহসান
- সর্বশেষ আপডেট ১১:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 95
হলিউড বা বলিউডের অনেক তারকাই প্লাস্টিক সার্জারি করানোর কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। মার্কিন পপ তারকা কার্ডি বি কিংবা বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও আনুশকা শর্মার মতো তারকারা এ বিষয়ে খোলামেলা ছিলেন। তবে ঢাকাই চলচ্চিত্রের অনেক তারকাকে নিয়েও এ ধরনের গুঞ্জন থাকলেও, তারা সচরাচর এ নিয়ে মুখ খোলেন না।
তবে সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জয়া বলেন, “মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এমনকি আমি শুনেছি—আমার নাকি হেড টু টো (মাথা থেকে পা পর্যন্ত) সার্জারি করা।”
তিনি আরও যোগ করেন, “মানুষ ভাবে আমি বোটক্স বা নানা কিছু করাই। তারা ভাবে, আমি এসব মন্তব্য দেখি না। কিন্তু আমি মাঝেমধ্যে দেখি। আমাদের দেশের পুরুষদের মানসিক অবস্থা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়।”
তবে সত্যিই প্লাস্টিক সার্জারি করেছেন কি না—সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি অভিনেত্রী।
আলোচনায় আসা ‘ট্রল’ প্রসঙ্গেও মত দেন জয়া। ২০১৬ সালে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২ ছবিতে তার বলা “মারোওও” সংলাপটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হয়।
সে প্রসঙ্গে জয়া বলেন, “এটা দরকার ছিল। ভালোই হয়েছে তো! পচানি খেয়েছি না—তাতে কী? সব সময় সফল হব তা তো নয়। ভুল করেছি, সেটাই ঠিক আছে। আমার জীবনে কোনো কিছুই ভুল না—ওই ভুলগুলো নিয়েই আজকের জয়া আমি।”
২০২৫ সালটি জয়া আহসানের জন্য বেশ সফল একটি বছর। বাংলাদেশ ও ভারতে তার অভিনীত তাণ্ডব, উৎসব, ডিয়ার মা এবং পুতুল নাচের ইতিকথা চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসে তার নতুন ছবি ফেরেশতে। পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আর শারমিন এবং নকশীকাঁথার জমিন।
































