প্রেমিকার বাড়িতে প্রেমিকের বিষপানে মৃত্যু
- সর্বশেষ আপডেট ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 125
প্রেমে পড়ে এক তরুণ ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছেছিলেন প্রেমিকার বাড়িতে। কিন্তু সেই যাত্রার পরিণতি হয়েছিল বিষাদে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বাড়িতেই বিষপান করে মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সী ওই তরুণের।
ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামের তরুণ গোলাম ফেরদৌস দুর্লভের সঙ্গে সিরাজগঞ্জের এক তরুণীর প্রেমের সূত্র ধরে। জানা যায়, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেম গড়ে ওঠে। তিন মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তবে হঠাৎ তরুণীর পরিবারের পক্ষ থেকে তার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে, মানসিকভাবে ভেঙে পড়েন প্রেমিক দুর্লভ।
জানা গেছে, বিষয়টি জানার পর তিনি একাই ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় মেয়েটির বাড়িতে পৌঁছান। সেখানেই বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুর্লভের স্বজনরা পুলিশের সহায়তায় মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলেন। ঘটনার সময় তরুণী ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও, পরে পুলিশি উপস্থিতিতে তারা স্বজনদের মুখোমুখি হন।
পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটি জানান, তার বাবা-মা অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করায় তিনি দুর্লভকে বিষয়টি জানিয়েছিলেন। তবে দুর্লভ তা গুরুত্ব দেয়নি।
তরুণের পরিবার জানিয়েছে, তারা এখনও থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানিয়েছেন, বিষয়টি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা যেতে পারে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তরুণের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের ছায়া। তরুণের খালু ও ভাই জানিয়েছেন, তার মৃত্যু মেনে নেওয়া কঠিন হলেও এখনো তারা আইনি পদক্ষেপ নিয়ে ভাবছেন না।


































