ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রসূন অজাদের স্ট্যাটাসে খোলামেলা জবাব পরীমনির

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 62

প্রসূন অজাদের স্ট্যাটাসে খোলামেলা জবাব পরীমনির

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর আগের মতো পর্দায় নিয়মিত নন,তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত,সাজ-পোশাক ও ভাবনা প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তবে এবার অলোচনায় এসেছেন অভিনয় নয়,বরং নিজের জন্মদিনের আয়োজনকে ঘিরে।

সুদূর মালয়েশিয়ায় আয়োজিত পরীমনির এই জন্মদিন উদযাপন চলে টানা দুই সপ্তাহেরও বেশি সময়। কেক কাটা, জমকালো পার্টি আর নানা আয়োজনের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর মাঝেই অভিনেত্রী প্রসূন আজাদ একটি স্ট্যাটাসে অভিযোগ করেন-পরীমনির পার্টিতে অতিথিদের সঙ্গে ‘অশোভন আচরণ’করা হয়েছে, যা তিনি ‘লোকদেখানো আয়োজন’ হিসেবে বর্ণনা করেন।

প্রসূনের সেই স্ট্যাটাসের জবাবে পরীমনি লিখেছেন,

“আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে।”

পরীমনি ব্যাখ্যা দেন, অনুষ্ঠানে নিরাপত্তাকর্মীরা তাঁর নয়, বরং আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য ছিলেন। তাঁদের দায়িত্ব ছিল কেবল অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা, কাউকে অপমান করা নয়।

তিনি আরও বলেন,
“আপনি বলেছেন- আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি, যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।”

পরীমনি প্রসূন আজাদের প্রশংসা করে আরও জানান,

“আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনার এক সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে আমি সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার নম্বর নিয়ে কল করেছিলাম। আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।”

অন্যদিকে, প্রসূন আজাদ তাঁর পোস্টে জানান, তিনি সাধারণত মিডিয়ার কোনো দাওয়াতে যান না, কিন্তু পরীমনির প্রতি ভালোবাসা থেকেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে সেখানে গিয়ে গেটে নিরাপত্তাকর্মীদের প্রশ্নবাণে বিব্রত হয়েছেন বলে উল্লেখ করেন।

“পরীমনি মানুষকে দাওয়াত দেয়, মানুষ যায়। যাওয়ার পর দাঁড়িয়ে থাকে অনেকগুলো সান্ডা-পান্ডা লোক,যারা জিজ্ঞেস করে-আপনি কে?” লিখেছিলেন প্রসূন।

পরীমনি ও প্রসূনের এই পারস্পরিক বক্তব্য ঘিরে এখন সরগরম সামাজিকমাধ্যম। ভক্তদের একাংশ বলছেন,দুইজনই খোলামেলা, কিন্তু ভুল বোঝাবুঝি এতদূর যাওয়া উচিত নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রসূন অজাদের স্ট্যাটাসে খোলামেলা জবাব পরীমনির

সর্বশেষ আপডেট ০৩:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর আগের মতো পর্দায় নিয়মিত নন,তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। নিজের জীবনের নানা মুহূর্ত,সাজ-পোশাক ও ভাবনা প্রায়ই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তবে এবার অলোচনায় এসেছেন অভিনয় নয়,বরং নিজের জন্মদিনের আয়োজনকে ঘিরে।

সুদূর মালয়েশিয়ায় আয়োজিত পরীমনির এই জন্মদিন উদযাপন চলে টানা দুই সপ্তাহেরও বেশি সময়। কেক কাটা, জমকালো পার্টি আর নানা আয়োজনের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর মাঝেই অভিনেত্রী প্রসূন আজাদ একটি স্ট্যাটাসে অভিযোগ করেন-পরীমনির পার্টিতে অতিথিদের সঙ্গে ‘অশোভন আচরণ’করা হয়েছে, যা তিনি ‘লোকদেখানো আয়োজন’ হিসেবে বর্ণনা করেন।

প্রসূনের সেই স্ট্যাটাসের জবাবে পরীমনি লিখেছেন,

“আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে।”

পরীমনি ব্যাখ্যা দেন, অনুষ্ঠানে নিরাপত্তাকর্মীরা তাঁর নয়, বরং আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য ছিলেন। তাঁদের দায়িত্ব ছিল কেবল অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা, কাউকে অপমান করা নয়।

তিনি আরও বলেন,
“আপনি বলেছেন- আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি, যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।”

পরীমনি প্রসূন আজাদের প্রশংসা করে আরও জানান,

“আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনার এক সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে আমি সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার নম্বর নিয়ে কল করেছিলাম। আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।”

অন্যদিকে, প্রসূন আজাদ তাঁর পোস্টে জানান, তিনি সাধারণত মিডিয়ার কোনো দাওয়াতে যান না, কিন্তু পরীমনির প্রতি ভালোবাসা থেকেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে সেখানে গিয়ে গেটে নিরাপত্তাকর্মীদের প্রশ্নবাণে বিব্রত হয়েছেন বলে উল্লেখ করেন।

“পরীমনি মানুষকে দাওয়াত দেয়, মানুষ যায়। যাওয়ার পর দাঁড়িয়ে থাকে অনেকগুলো সান্ডা-পান্ডা লোক,যারা জিজ্ঞেস করে-আপনি কে?” লিখেছিলেন প্রসূন।

পরীমনি ও প্রসূনের এই পারস্পরিক বক্তব্য ঘিরে এখন সরগরম সামাজিকমাধ্যম। ভক্তদের একাংশ বলছেন,দুইজনই খোলামেলা, কিন্তু ভুল বোঝাবুঝি এতদূর যাওয়া উচিত নয়।