প্রযোজকের যৌন প্রস্তাবের শিকার পায়েল
- সর্বশেষ আপডেট ০৪:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 100
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার সম্প্রতি এক পডকাস্টে তুলে ধরেছেন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের এক গভীর আঘাতের অভিজ্ঞতা। গ্ল্যামার দুনিয়ার অন্ধকার দিক—কাস্টিং কাউচ—থেকে তিনিও রেহাই পাননি। কাজের সুযোগের বিনিময়ে অনৈতিক সুবিধা দাবি করেছিলেন শিল্পেরই এক প্রযোজক, জানালেন পায়েল।
‘স্ট্রেট আপ উইথ শ্রি’ পডকাস্টে অতিথি হয়ে পায়েল জানান, টালিউডে একসময়ে তিনি ছিলেন বাণিজ্যিক সিনেমার সফল নায়িকা। দেবের সঙ্গে তাঁর জুটি একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছে। কিন্তু সেই সাফল্যের মধ্যেও তাঁকে সহ্য করতে হয়েছিল অপ্রীতিকর অভিজ্ঞতা।
এক পর্যায়ে তিনি জানান, ইন্ডাস্ট্রির একজন প্রযোজক তাঁর কাছে নির্দিষ্ট “সুবিধা” চেয়েছিলেন। সঞ্চালিকা যখন পরিষ্কার করে জানতে চান—এটি কি যৌন সুবিধা?—পায়েল বিনা দ্বিধায় বলেন, “হ্যাঁ।”
পায়েলের কথায়, তিনি যখন সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন প্রযোজকটি প্রতিশোধ নিতে শুরু করেন। তাঁর ক্যারিয়ারে ফ্লপ ছবির কারণে কঠিন সময় চলছিল, আর সেই সুযোগে ওই প্রযোজক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানাভাবে কটূক্তি করেন। এমনকি নিজের অ্যাকাউন্টে পায়েলের ছবি ‘ক্রস’ চিহ্ন দিয়ে নেতিবাচক মন্তব্যও করতেন। তাঁর বর্ণনায় সেই ব্যক্তি “পুরো সাইকো আচরণ” করছিলেন।
তবে বাধা-বিপত্তি তাঁকে থামাতে পারেনি। পায়েল জানান, নিজের যোগ্যতা দিয়েই তিনি আবারও ফিরে আসেন। “তারপর আমি ফিরে এলাম। ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’—একটির পর একটি ছবি হাতে পেলাম। মনে আছে, এক বছরের ব্যবধানে দু’টি ছবির শুটিং করেছিলাম।”
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে পায়েল বলেন, এই শিল্পে টিকে থাকতে অনেক চাপ ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, কিন্তু দৃঢ়তা থাকলে পথ তৈরি হয়।


































