ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বিএনপির নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 217

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একজন ব্যক্তি কত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন—সেটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মেয়াদ বা মেয়াদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না করে, একজন ব্যক্তির সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন, সেই সীমা নির্ধারণের কথা ভাবছে বিএনপি

রোববার (২২ জুন) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সালাহউদ্দিন বলেন, “আমরা ৩১ দফার মধ্যে যে লিখিত প্রস্তাব দিয়েছিলাম, সেটিরই পুনরুল্লেখ করেছি। প্রস্তাবে বলা হয়েছে—কোনো ব্যক্তি যেন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। তবে ‘বার’ এবং ‘মেয়াদ’ নিয়ে অতীতে নানা ধরনের ব্যাখ্যা এসেছে, যেগুলো বিভ্রান্তিকর।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “ধরুন কেউ তিন মাসের জন্য প্রধানমন্ত্রী হলেন, এরপর আরেকজন দায়িত্ব নিলেন, পরে আবার আগেরজন ফিরে এলেন। তাহলে কী তাকে তিনবার গণ্য করা হবে? এই সংখ্যা নির্ভর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মেয়াদ নির্ধারণ—সংসদের সাধারণ মেয়াদ যেহেতু পাঁচ বছর, সে অনুযায়ী একজন ব্যক্তি জীবদ্দশায় কত বছর সর্বোচ্চ প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেটি নির্ধারণ করাই যুক্তিযুক্ত। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা আমরা উল্লেখ করিনি, কারণ এটি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়।”

সালাহউদ্দিন আহমদের মতে, এই ধরনের সংস্কার প্রস্তাব একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গঠনে সহায়ক হতে পারে, এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বিএনপির নতুন প্রস্তাব

সর্বশেষ আপডেট ০৭:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একজন ব্যক্তি কত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন—সেটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, মেয়াদ বা মেয়াদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি না করে, একজন ব্যক্তির সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন, সেই সীমা নির্ধারণের কথা ভাবছে বিএনপি

রোববার (২২ জুন) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সংলাপ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সালাহউদ্দিন বলেন, “আমরা ৩১ দফার মধ্যে যে লিখিত প্রস্তাব দিয়েছিলাম, সেটিরই পুনরুল্লেখ করেছি। প্রস্তাবে বলা হয়েছে—কোনো ব্যক্তি যেন পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন। তবে ‘বার’ এবং ‘মেয়াদ’ নিয়ে অতীতে নানা ধরনের ব্যাখ্যা এসেছে, যেগুলো বিভ্রান্তিকর।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “ধরুন কেউ তিন মাসের জন্য প্রধানমন্ত্রী হলেন, এরপর আরেকজন দায়িত্ব নিলেন, পরে আবার আগেরজন ফিরে এলেন। তাহলে কী তাকে তিনবার গণ্য করা হবে? এই সংখ্যা নির্ভর ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মেয়াদ নির্ধারণ—সংসদের সাধারণ মেয়াদ যেহেতু পাঁচ বছর, সে অনুযায়ী একজন ব্যক্তি জীবদ্দশায় কত বছর সর্বোচ্চ প্রধানমন্ত্রী থাকতে পারবেন, সেটি নির্ধারণ করাই যুক্তিযুক্ত। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা আমরা উল্লেখ করিনি, কারণ এটি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়।”

সালাহউদ্দিন আহমদের মতে, এই ধরনের সংস্কার প্রস্তাব একটি স্থিতিশীল রাজনৈতিক কাঠামো গঠনে সহায়ক হতে পারে, এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে।