প্রথম দিনেই মাহমুদুলের সেঞ্চুরি
- সর্বশেষ আপডেট ০৫:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 161
ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন, আবারও টেস্ট ক্যাপ মাথায় তুলতে ঘরোয়া লিগে পারফর্মের বিকল্প নেই। মাহমুদুল হাসান জয় সেটাই করে দেখালেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে। চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিপক্ষে হাঁকিয়েছেন ঝলমলে সেঞ্চুরি।
শনিবার (২৫ অক্টোবর) রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওপেন করতে নেমে মধ্যাহ্ন বিরতির পরপরই ৮৩ বলে ৭ বাউন্ডারিতে ফিফটি পূরণ করেন মাহমুদুল। এরপর ১৩৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১২টি চার ও দুটি ছক্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মাহমুদুলের পঞ্চম সেঞ্চুরি।
টেস্ট ফরম্যাটে সর্বশেষ ১৭ ইনিংসে মাহমুদুল কোনো ফিফটি করতে পারেননি। এমনকী সর্বশেষ ছয় ইনিংসে দুই অংক ছুঁতে ব্যর্থ হওয়ায় বাদ পড়েন জাতীয় দল থেকে। বারবার তিনি আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে। তাই এই সেঞ্চুরি নিঃসন্দেহে তাকে সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে।






































