প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেফতার আরও ৯
- সর্বশেষ আপডেট ১২:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 84
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। এর আগে সোমবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ নিয়ে এ ঘটনায় মোট ২৬ জন গ্রেফতার হলো।
ডিএমপি জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে ৩১ জনকে। তবে মূল অপরাধীরা এখনও গ্রেফতার হয়নি।
প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় রোববার রাতে তেজগাঁও থানায় মামলা করা হয়। মামলায় অজ্ঞাত পরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ১৫ আসামিকে সোমবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, ১৮ ডিসেম্বর রাতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ও ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করেছে। ডেইলি স্টারের মামলা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে প্রক্রিয়াধীন রয়েছে। দুই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সিসিটিভি-ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের কাজ করছে। এ পর্যন্ত থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি তিনজন, ডিবি একজনসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।



































