ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মংপু মারমা

প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৩:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • / 174

প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা বাড়ছে

বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিকগুলো। গ্রামীণ নারী ও শিশুদের চিকিৎসাসেবার ভরসাস্থল হিসেবে এসব ক্লিনিক দিনদিন আরও বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেছেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা।

বুধবার সকালে কুহালং ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান মংপু মারমা বলেন, “কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করছেন প্রান্তিক পর্যায়ের অবহেলিত নারী, শিশু ও কিশোরীরা। ভবিষ্যতে প্রতিটি গ্রাম বা মহল্লায় স্বাস্থ্যসেবার মান আরও নিশ্চিত করতে হবে। রোগীদের নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সেবা দিতে হবে।”

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডিকোনিয়া’-এর সহযোগিতায় ও বিএনকেএস-এর আয়োজনে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক নারী স্বাস্থ্যসেবার বিষয়ে মত প্রকাশ করেন।

অংশগ্রহণকারী নারীরা জানান, সর্দি-কাশি থেকে শুরু করে ডায়রিয়া কিংবা অন্যান্য অসুখে তারা কমিউনিটি ক্লিনিকে ছুটে যান। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা ও পরামর্শসহ নানা সেবা পাওয়া যায়। তবে প্রায়ই প্রয়োজনীয় ওষুধ না থাকা এবং ক্লিনিক খোলা না থাকার সমস্যায় পড়তে হয়। এছাড়া রোগীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত গৌণ অবকাঠামো বা টয়লেট ব্যবস্থাও নেই।

তারা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ওষুধ মজুদ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, সহকারী উথোয়াই মং, উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রশিক্ষণ কর্মকর্তা পারমিতা চাকমা, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মংম্যানু মারমা, ইউপি সদস্যা উনাইচিং মারমা, মেপু মারমাসহ ইউনিয়নের সব ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মংপু মারমা

প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা বাড়ছে

সর্বশেষ আপডেট ০৩:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিকগুলো। গ্রামীণ নারী ও শিশুদের চিকিৎসাসেবার ভরসাস্থল হিসেবে এসব ক্লিনিক দিনদিন আরও বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেছেন কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা।

বুধবার সকালে কুহালং ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান মংপু মারমা বলেন, “কমিউনিটি ক্লিনিকের সুফল ভোগ করছেন প্রান্তিক পর্যায়ের অবহেলিত নারী, শিশু ও কিশোরীরা। ভবিষ্যতে প্রতিটি গ্রাম বা মহল্লায় স্বাস্থ্যসেবার মান আরও নিশ্চিত করতে হবে। রোগীদের নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সেবা দিতে হবে।”

এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডিকোনিয়া’-এর সহযোগিতায় ও বিএনকেএস-এর আয়োজনে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক নারী স্বাস্থ্যসেবার বিষয়ে মত প্রকাশ করেন।

অংশগ্রহণকারী নারীরা জানান, সর্দি-কাশি থেকে শুরু করে ডায়রিয়া কিংবা অন্যান্য অসুখে তারা কমিউনিটি ক্লিনিকে ছুটে যান। এসব ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা ও পরামর্শসহ নানা সেবা পাওয়া যায়। তবে প্রায়ই প্রয়োজনীয় ওষুধ না থাকা এবং ক্লিনিক খোলা না থাকার সমস্যায় পড়তে হয়। এছাড়া রোগীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত গৌণ অবকাঠামো বা টয়লেট ব্যবস্থাও নেই।

তারা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ওষুধ মজুদ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক দোলন কান্তি দাশ, সহকারী উথোয়াই মং, উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, প্রশিক্ষণ কর্মকর্তা পারমিতা চাকমা, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মংম্যানু মারমা, ইউপি সদস্যা উনাইচিং মারমা, মেপু মারমাসহ ইউনিয়নের সব ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যারা।