প্রতিবন্ধী শিশু-কিশোরদের পাশে তারেক রহমান ও জুবাইদা রহমান
- সর্বশেষ আপডেট ০৯:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
- / 9
বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন।
শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার শহরের ছিলিমপুরে চার-তারকা হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএসএফ গ্লোবালের চেয়ারম্যান এমএ মুহিত। ডা. জুবাইদা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশু-কিশোররা তাদের হাতে তৈরি হস্তশিল্প তারেক রহমানকে উপহার দেন এবং ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গান পরিবেশন করেন।
তারেক রহমান বলেন, “আমরা প্রায়ই এসব শিশুদের ঘরে বা সমাজে সীমাবদ্ধ রাখি। এরা অত্যন্ত প্রতিভাবান। আমাদের দায়িত্ব হলো সমাজের সব প্রতিবন্ধকতা দূর করে তাদের ভবিষ্যৎ গড়ার সঙ্গে সম্পৃক্ত করা।”
ডা. জুবাইদা রহমান বলেন, “শিশুদের প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। তারা গান, কবিতা, এবং লেখার মাধ্যমে নিজেদের বিকাশ করছে। আমরা তাদের পাশে আছি এবং থাকব। আমাদের লক্ষ্য দেশের জন্য কাজ করা, শিক্ষার মান উন্নয়ন ও স্বাস্থ্য, খেলাধুলার সুযোগ নিশ্চিত করে আধুনিক বাংলাদেশ গড়া।”
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি বগুড়া জেলা সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন সহ অন্যান্য দলীয় নেতারা।






























