আমীর খসরু মাহমুদ চৌধুরী
প্রতিপক্ষ যা-ই করুক, সংঘর্ষে যাবে না বিএনপি
- সর্বশেষ আপডেট ০৩:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 118
রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর দাবি—গণতন্ত্রের পথে থেকে, সহনশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার দিকেই এগুচ্ছে বিএনপি।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘তারেক রহমান ঘোষিত ৩১ দফার রাষ্ট্রকাঠামো সংস্কার ভাবনা এবং দেশের স্বাস্থ্য খাতের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “বিএনপি কারও উসকানিতে সংঘর্ষে যাবে না। প্রতিপক্ষ যাই করুক, সাংঘর্ষিক রাজনীতির পথে হাঁটা হবে না।”
দেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার কোনো সামঞ্জস্য নেই। সবাই প্রচলিত ডিগ্রির দিকে ছুটছেন, কিন্তু ভোকেশনাল দক্ষতা অর্জনের প্রতি গুরুত্ব কম।
চীনের উদাহরণ তুলে তিনি বলেন, “স্কুল পর্যায় থেকেই সেখানে ৬০ শতাংশ শিক্ষার্থী ভোকেশনাল শিক্ষা নেয়। তারা দক্ষ জনশক্তি হয়ে দেশকে এগিয়ে নেয়। আমাদের দেশেও শিল্প, আইটি বা কারখানায় চাকরি তৈরি করতে হলে দক্ষতা উন্নয়ন ছাড়া পথ নেই।”
আইটি খাতকে সবচেয়ে সম্ভাবনাময় সেক্টর উল্লেখ করে তিনি বলেন, এই খাত ও ভোকেশনাল প্রশিক্ষণের মাধ্যমে বিএনপি এক কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েছে।
কল সেন্টার শিল্পের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন। তাঁর ভাষায়, “পাশের দেশগুলোতে লক্ষ মানুষ কল সেন্টারে কাজ করছে। আমাদের এখানে এই খাতে বড় কর্মসূচি নেওয়া হবে।”
তারেক রহমানের রাজনৈতিক নির্দেশনার প্রসঙ্গে আমীর খসরু বলেন, “তিনি পরিষ্কারভাবে বলেছেন—সংঘর্ষে যাওয়া যাবে না। বিএনপির রাজনীতি হবে সহনশীলতার ওপর ভিত্তি করে।”
তিনি আরও বলেন, “যত সংস্কারই করা হোক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশ এগোবে না। মতের অমিল থাকবে, তবে সম্মান দেখাতে হবে। দিনের শেষে গণতন্ত্র ছাড়া আর কোনো পথ নেই।”
স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন বা কোনো কর্মসূচি সফল হয় না—এ কথা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতের রাজনীতি হবে তথ্য, যুক্তি এবং নতুন প্রজন্মের চিন্তাকে ভিত্তি করে।
গত জুলাইয়ের পরিবর্তনের পর দেশের মানুষের প্রত্যাশায় বড় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিএনপি সেই প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় কাজ করছে।
“যারা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, তাদের রাজনীতি টিকবে না,”—এ মন্তব্য করেন আমীর খসরু।
































